
মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ (উরসে খাস) ২০২৫ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা জাকের পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা জাকের পার্টি অফিসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি আলহাজ আফছার আলী, সুন্দরগঞ্জ পৌর সভাপতি আলহাজ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মতু, রামজীবন ইউনিয়ন সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি জাবেদ আলী, হরিপুর ইউনিয়ন সভাপতি হোসেন আলী প্রমূখ।
এসময় জাকের পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও ইফতার মাহফিলে আগত অতিথিরা বিশেষ মোনাজাতে অংশ নেন। মাহফিল শেষে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।