
গাজ্জায় ইসরাইলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত মুসলিম জনতা। এতে বিশ্ব মুসলিম এক হওয়ার জন্য আহ্বান জানান তারা।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার রসুলপুর পশ্চিম পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি রামপুর গিয়ে শেষ হয়।বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য ঢাকা-সিলেট হাইওয়ে রোড ১০ মিনিট জন্য অবরোধ করে বিক্ষুব্ধ জনতা!
এসময় বক্তারা বলেন, গাজায় মুসলমানদের রক্তের বন্যা বইছে। একদিকে মসজিদ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে ভারতের মুসলমানরা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম উম্মাহর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চললেও বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে যা আমাদের চরমভাবে ব্যথিত ও বিক্ষুব্ধ করেছে। ইসরােইলি হত্যাকাণ্ড বন্ধে জরুরি উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
গাজ্জায় ইসরাইলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম কিবরিয়া, রসুলপুর নূরে মদিনা জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব হাফের শাহ মেহেদি হাসান কাদেরি, রসুলপুর মধ্যপাড়া জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মাহমুদুর রহমান, রামপুর হাফেজিয়ার মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুর রহিম, এছাড়া বয়োজ্যেষ্ঠ মুরব্বি সমরুজ মিয়া, যুবদল নেতা শেখ মহরম, ওহাব মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।
উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে গাজ্জায় ইসরাইলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যার বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান! আহবান করে জানান,ইসরাইলী ও ভারতীয় পণ্য বর্জন সহ তাদের সাথে সকল সম্পর্ক বিছিন্ন করার হুশিয়ার প্রদান করা হয়।