
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) টহলদল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৭ হাজার ৭৭০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী। সোমবার সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।
এর আগে উপজেলার কামালমোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৭৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ ৩১ হাজার টাকা। এদিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।