
কুড়িগ্রামে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অফিস হলরুমে ২৪ মার্চ দুপুর ২:০০ ঘটিকায় সলিডারিটির বাস্তবায়নে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায়, সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি সিডার অর্থায়নে প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকারের সঞ্চালনে কুড়িগ্রামে স্কোর কার্ড ফাণ্ডিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক ওয়াই-মুভস প্রকল্পের আওতায় তিন ধরনের স্কোর কার্ড ব্যবহার নিশ্চিত করেছে। কিশোর স্কোর কার্ড, কিশোরী স্কোর কার্ড, ও সেবাদানকারী স্কোর কার্ড এর ভিত্তিতে স্কোর কার্ড সফলতা বাস্তবায়ন হয়েছে। এ সময়ে স্কোর কার্ড ফাণ্ডিং নিয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক পর্যবেক্ষণে একটি পরিকল্পনা প্রস্তুত করেছে।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ মোদাব্বের হোসেন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা,কুড়িগ্রাম ,ডাক্তার মোঃ মনজুর রহমান,এডিএফপি,কুড়িগ্রাম, মো: আনোয়ার হোসেন,ইউএফপিও, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মোঃ রুহুল আমিন, এফপিআই,বেরুবাড়ী,আমিনা বেগম,এফডাব্লিউভি, বেরুবাড়ী, মোঃ মাহবুবার রহমান,এসএ, পরিবার পরিকল্পনা,কুড়িগ্রাম, আলেয়া বেগম, উপ-পরিচালক, সলিডারিটি, কুড়িগ্রাম, করেন্দ্র নাথ রায়, হেড অব ফাইনান্স, সলিডারিটি, কুড়িগ্রাম, সুনিল কুমার দাস,কো-ফোকাল,সলিডারিটি, কুড়িগ্রাম, প্রমুখ ।