
এডাব কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে 24 মার্চ, রোজ সোমবার সকাল 10:30 ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদরের সন্মেলন কক্ষে “এসডিজি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক সেমিনার ” অনুষ্ঠিত হয়েছে।
মো: আনিছুর রহমান, বিভাগীয় সমন্বয়কারী, এডাব এর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান -অতিথি হিসাবে জনাব সাঈদা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর, বিশেষ অতিথি- এস.এম. হারুন অর রশিদ লাল, এডাবের কেন্দ্রীয় সদস্য ও নির্বাহী পরিচালক, সলিডারিটি, সভাপতি: মানিক চৌধুরী, সভাপতি, এডাব, কুড়িগ্রাম জেলা শাখা ও পরিচালক, জীবিকা, কুড়িগ্রাম, আলেয়া বেগম, সদস্য সচিব, এডাব ও উপপরিচালক, সলিডারিটি, নমুনা রাব্বি মালিহা,কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিস, কুড়িগ্রাম সদর, মো: আজিজার রহমান মণ্ডল, নির্বাহী পরিচালক, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা, জয়ন্তী রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম, মো: রমজান আলী, হিসাব রক্ষক,গ্রাম উন্নয়ন কেন্দ্র,মো: জহির উদ্দিন,প্রোগ্রাম অফিসার,আরএসডিএ,বিশ্বজিৎ কুমার মণ্ডল,নির্বাহী পরিচালক,ভবানী পাঠক যুব সমাজ কল্যাণ সংস্থা, রাজারহাট,মো: আলমগীর হোসেন,ম্যানেজার, ছিন্ন মুকুল বাংলাদেশ,মো: লুৎফর রহমান, নির্বাহী পরিচালক,সিডিডিএফ, চিলমারী,মো: আজগর আলী, এ.ওয়াই.ডি.ও, যুব উন্নয়ন বিভাগ, কুড়িগ্রাম,মো: আহসান জামিন, সহ: পরিবার পরিকল্পনা, কর্মকর্তা,কুড়িগ্রাম সদর,মো: সেফুর রহমান, উপজেলা সমবায় অফিসার,কুড়িগ্রাম সদর,কুড়িগ্রামসহ অনেকে।