
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা পূর্ব পাড়া ভুইঁয়া বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ ( খলিল) আমাদের মাঝে আর নেই ।
২০ শে মার্চ বৃহস্পতিবার বিকাল ৪,ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া লেভ এইড হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,মৃত্যু কালে উনার বয়স ছিল ৮৫ বছর, প্রবাসে থাকা আদরের একমাত্র ছেলে বাবাকে এক নজর দেখার অপেক্ষায় জানাজা বিলম্ব হয়ে আজ ২১,শে মার্চ শুক্রবার জুমার নামাজের পর,রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির আহমেদ ( খলিল) এর দাপন সম্পূর্ণ হযেছে।
বাবার মৃত্যুর সংবাদ শুনে, একমাত্র সন্তান সৌদি প্রবাসী মোঃ আকবর হোসেন খবর পেয়ে দ্রুত ভাবে বাবাকে এক নজর দেখার জন্য ফিরে আসেন, এবং বাবাকে দেখে হাউমাউ করে কান্না করেন। এবং সকলের নিকট নিজ বাবার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ আকবর হোসেন।