
নবীনগর নিউ মডেল প্রেসক্লাবে আজ ইফতার দোয়া মাহফিল এবং নবাগত সাতজন সংবাদ কর্মীকে বরণ করা হয়।
বিকাল ৪ ঘটিকায় নবীনগর নিবারণ মার্কেট দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলাওয়াত করেন উক্ত ক্লাবের নবাগত সদস্য হযরত মাওলানা আনিসুর রহমান।
ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও হুমায়ূন কবীরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খোরশেদুল ইসলাম খোকন, নবীনগর পৌর বিএনপি’র ১ নং জয়েন সেক্রেটারী আবুল বাশার,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জসীমউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা সানাউল্লাহ, প্রবাসী সাইদুল ইসলাম, গাজী এখলাস উদ্দিন পিন্টু অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, রকিব উদ্দিন নয়ন সহসভাপতি, আব্দুল হাদী সাংগঠনিক সম্পাদক, নুরুল আলম প্রমূখ।
বরণকৃত নবাগত সদস্যরা হলেন, হাফেজ মাওলানা সানাউল্লাহ,হেড মাওলানা কাইতলা উচ্চ বিদ্যালয় আনিসুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন হেড টিচার ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, আমজাদ হোসেন ফার্মাসিস্ট, সাদেক আহমেদ আকাশ সভাপতি নবীনগর উপজেলা গণধিকার পরিষদ, মো: আনোয়ার হোসেন এই সাত সদস্যকে নিউ মডেল প্রেসক্লাবের সদস্য গণসহ উপস্থিতি অতিথিবৃন্দ তাদের হাতে সদস্য নিয়োগ ফরম তুলে দেন।
উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য পরামর্শ দেন, এবং সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে দোয়া অনুষ্ঠান ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।