
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির হলরুমে সাধারণ সভায় আইনজীবীদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি পদে আলহাজ্ব এডভোকেট মেঃ আব্দুর রহমান , সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান কানন ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে এডভোকেট আলাউদ্দিন কে নির্বাচন করার জন্য নির্বাচিত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন প্রতিবছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে৷ নির্বাচনে সনদপ্রাপ্ত আইনজীবীরা সতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণে অংশগ্রহণ করে থাকেন। আইনজীবী সমিতির নির্বাচন বরাবরই সচ্ছতার সাথে হয়ে থাকে। এবছর প্রায় ৭শত সনদপ্রাপ্ত আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী মোঃ আব্দুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি সচ্ছতার সহিত নির্বাচন হয়ে থাকে। এবছর আমি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা করছি।