
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক।*
অদ্য ২০ মার্চ ভোর সকাল আনুমানিক ০১,৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের *চশমা ও সানগ্লাস- ৯,৩৪০ পিস, কসমেটিকস সামগ্রী-২,১০৬ পিস, শাড়ী, থ্রি-পিস, ম্যাক্সি, ওড়না ও ব্লাউজ-৮৫৩ পিস, থান কাপড়-১৩৬০ মিটার, কম্পিউটার সামগ্রী-১৪২ পিস* আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য *১,২৯,৯৯,১৫০/- (এক কোটি ঊনত্রিশ লক্ষ নিরানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা।* আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।