
বৃহস্পতিবার(২০ মার্চ) ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী এলাকায় তিস্তা নদী থেকে মাসুদ রানা (৯) নামের এক শিশুর ভেসে ওঠা লাশ উদ্ধার করেছে এলাকাবাসী । মাসুদ রানা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের রফিকুল ইসলামের পুত্র ।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, মাসুদ রানা গত মঙ্গলবার বিকেলে গোসল করতে তিস্তা নদীতে নেমে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ৩ দিন পর বৃহস্পতিবার তার লাশ তিস্তা নদীতে ভেসে উঠলে এলাকাবাসী ওই নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেছে।