
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই চাউল ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ২৩০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। ইউনিয়নের গ্রাম পুলিশের তত্ত্বাবধানে নারী-পুরুষরা শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে চাউল সংগ্রহ করেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃমান্নান বলেন, আমরা গরিব ও অসহায় মানুষের হক যেন নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাউল থাকায়, ৩ জন কার্ডধারীর মাঝে এক বস্তা চাউল বিতরণ করা হয়েছে।
চাউল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়নের ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিতরণকৃত এই চাউল শুখান পুখরী ইউনিয়নের ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্য কিছুটা হলেও সহায়তা হিসেবে কাজ করবে।