
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশ মোতাবেক মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২৫ ইং মিশন উপলক্ষে সারাদেশে ব্যাপী উপজেলা ভিত্তিক ইফতার জলসা আনজাম চলছে। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে ১৮ই বুধবার রমজান বাদ জোহর হতে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন আহমেদ আলী গ্রান্হগারে ইফতার জলসা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাদ জোহর হতে মিলাদ কিয়াম ওয়াজ নসিহত জিকির আসকর করা হয়। প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন মাওলানা মুফতি ফারুক হোসেন ফারুকী সভাপতি ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট। বিশেষ বক্তা মাওলানা আঃ ছালাম জেহাদি সাধারণ সম্পাদক ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি ওলামা ফ্রন্ট সহ স্হানীয় ওলাময়ে কেরামগন ওয়াজ করেন।
গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন সরদারের সভাপতিত্বে এবং উপজেলা জাকের পার্টির সাধারণ সাংগঠিক সম্পাদক আঃ লতিফ মন্ডল ও গোয়ালন্দ পৌর সভাপতি শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায়, এ সময় মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী বিস্বাস কাঞ্চন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি। মিশন সদস্য হিসেবে উপস্থিত মোঃ আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক রাজবাড়ী জাকের পার্টি পশ্চিম। মোঃ জহির উদ্দিন মৃধা সহ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব । মীর আঃ খালেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম। মোশাররফ ফকির প্রচার সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। সহ জেলা উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সভাপতি সাধারণ সম্পাদক গন ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সকন রুহানি আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।