
পিরোজপুরে জাকের পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জেলা জাকের পার্টির কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পিরোজপুর জেলা সভাপতি ফরহাদ আহম্মেদ সিয়াম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার, জেলা জাকের পার্টি সহ-সভাপতি চন্দ্র শেখর লিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাকের পার্টি পিরোজপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মিরাজ তালুকদার, জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট পিরোজপুর জেলার সভাপতি মোঃ সুমন শেখ, জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক ছত্তার শেখ ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর সদর উপজেলার সভাপতি সৈয়দ নাজমুল আহসান শামিমসহ সদর উপজেলার সকল ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ।