
ইফতারের পরমুহুর্তে, কাইতলা দক্ষিণ ইউনিয়নের এবং কাইতলা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক দানবীর শিক্ষা অনুরাগী সৈয়দ রকিবুল হাসান ইকবাল ভাই আমাদের নিউ মডেল প্রেসক্লাবে আসেন এবং কোশল বিনিময় সহ ক্লাবের সাংবাদিকদের সাথে বিভিন্ন আলাপচারিতায় মেথে উঠেন।
এ সময় অথিতির সাথে অনেক হিতাকাঙ্খী শুভাকাঙ্ক্ষী সহ,উক্ত ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন
অনির্ধারিত সময় দেওয়ার জন্য এই প্রিয় উদার মনের মানুষটিকে নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ।