
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে এক মনোমুগ্ধকর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রমজানের পবিত্রতায় রক্ষায় কলেজ প্রাঙ্গণ এক অন্যরকম পরিবেশে সৃষ্টি হয়।
নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী দেব।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে রমজানের ফজিলত, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং দান-সদকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী নবীনগরকে চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কলেজের সভাপতি সায়েদুল হক সাঈদ বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই ইফতার মাহফিলটি স্থানীয় সাংবাদিক, আলেম-ওলামা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সূচনা করে এক উক্ত ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।