Dhaka 1:34 am, Wednesday, 19 November 2025

নবীনগর মহিলা ডিগ্রি কলেজে রমজানের তাৎপর্য নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে এক মনোমুগ্ধকর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রমজানের পবিত্রতায় রক্ষায় কলেজ প্রাঙ্গণ এক অন্যরকম পরিবেশে সৃষ্টি হয়।

নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী দেব।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে রমজানের ফজিলত, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং দান-সদকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী নবীনগরকে চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কলেজের সভাপতি সায়েদুল হক সাঈদ বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই ইফতার মাহফিলটি স্থানীয় সাংবাদিক, আলেম-ওলামা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সূচনা করে এক উক্ত ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আখাউড়া তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নবীনগর মহিলা ডিগ্রি কলেজে রমজানের তাৎপর্য নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

Update Time : 10:15:46 pm, Monday, 17 March 2025

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে এক মনোমুগ্ধকর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রমজানের পবিত্রতায় রক্ষায় কলেজ প্রাঙ্গণ এক অন্যরকম পরিবেশে সৃষ্টি হয়।

নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী দেব।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে রমজানের ফজিলত, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং দান-সদকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী নবীনগরকে চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কলেজের সভাপতি সায়েদুল হক সাঈদ বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই ইফতার মাহফিলটি স্থানীয় সাংবাদিক, আলেম-ওলামা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সূচনা করে এক উক্ত ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।