
রাজবাড়ী জেলা পাংশা উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশ মোতাবেক, মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২৫ ইং এর মিশন দাওয়াতী ইফতার জলসা ১৪ ই রমজান শনিবার বাদ জোহর হতে পাংশা উপজেলা হাবাসপুর ইউনিয়ন চর আফরা গ্রামে পাংশা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবু কালাম খানের বাড়ীতে উক্ত ইফতার জলসা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী বিস্বাস কাঞ্চন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি। মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহির উদ্দিন মৃধা সহ সভাপতি রাজবাড়ী জেলা উপজেলা পূর্ব জাকের পার্টি। মীর আঃ খালেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম। মোঃ মোশাররফ ফকির প্রচার সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। আশরাফ মৃধা কোষাধ্যক্ষ রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। মোঃ হাসেম মোল্লা প্রচার সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। মোঃ সুরুজ খান সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। মোঃ আমজাদ হোসেন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট।
আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ। অনুষ্ঠানে মিশন প্রধান ও মিশন সদস্য গন বক্তব্য রাখেন ও জিকির আসকর মিলাদ কিয়াম দোয়া মোনাজাত করা হয়।