
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাট থেকে ৭৫ পুরিয়া হেরোইন সহ একজন জুয়াড়ী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত জুয়াড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন সোহরাব মন্ডল পাড়া মৃত কুটি শেখের ছেলে, আজগর শেখ( ৪৫) । জানা গেছে আজগর শেখ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিতে সক্রিয় জুয়ারি চক্রের অন্যতম হোতা. আজগর শেখ (৪০) । শুক্রবার দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এস আই ফরিদ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ যৌনপল্লীর ভিতর অভিযান চালায়। তারপর লতিফের বাড়ির সামনের গলি থেকে আজগরকে ৭৫ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আজগর শেখের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা আছে। এখনো সেই মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে। এদিকে আজগর শেখের গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। তারা বলেন, ফেরিতে জুয়ারি চক্রের অন্যতম হোতা আজগর। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম আরো বলেন মাদক সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে