
‘আগামী প্রজণ্যকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ী গোয়ালন্দে আন্তরজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট চত্বর মাঠে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এর সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃআসাদুজ্জামান,উপজেলা কৃষি মোঃ খোকনউজ্জান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার বিস্বাস, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রহমান, টিম লেডার সাবেকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের মোঃ নুরুল ইসলাম সিকদার , উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী এবং উপজেলা কোর্ট চত্বরে নানান পেশার শত শত মানুষের উপস্থিত হয়। তখন গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রহমান আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল দেখান। আগুন লাগা অবস্থায় কিভাবে একজন মানুষকে বাঁচাতে হবে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন।